|
|
|
|
শীতের আগমনের শুরুতেই পর্যটকে মুখরিত হয়ে উঠছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওন্দি চা বাগানে অবস্থিত শাপলা বিল। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যটকের ঢল নামে সেখানে। শাপলার বিল আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে জেলার বিভিন্ন স্থান থেকে সেখানে গিয়ে জড়ো হচ্ছেন নানা বয়সী মানুষ। জানা গেছে, সাতছড়ি জাতীয় উদ্যান ও রঘুনন্দন গভীর অরণ্যের দেওন্দি চা বাগানের শাপলার বিলটি দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিলের অসংখ্য ছবি ও ভিডিও ভাইরাল হওয়ায় দিন দিন সেখানে পর্যটকের আনাগোনা বাড়ছে। হেমন্তের কুয়াশার চাদরে মোড়া লাল শাপলার সৌন্দর্য উপভোগ করার জন্য বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে মানুষ। শাপলা বিলে রাতে শাপলা ফোটে। তাই ফুটন্ত ফুল দেখতে সকালে মানুষের ভিড় জমে ওই বিলে। অনেকেই শাপলা হাতে নিয়ে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েন। লাল শাপলা, দূরের পাহাড় আর পাখির কিচিরমিচির ডাকে সেখানে প্রকৃতিপ্রেমীর আনাগোনা বেড়েই চলেছে। জেলা শহর ও আশপাশের এলাকা থেকে অনেকে বিকেলে সপরিবার সেখানে ঘুরতে আসেন। অনিক নামে এক পর্যটক বলেন, লাল শাপলার সৌন্দর্য উপভোগ করতে বন্ধু-বান্ধবের সঙ্গে সেখানে ঘুরতে এসে তারা আনন্দিত। এখানে বিলজুড়ে শুধু শাপলা আর শাপলা। তিনি নিজে ছবি তুলেছেন অন্যদেরও তুলে দিয়েছেন। একই সঙ্গে শাপলা বিলের সৌন্দর্য দেখাতে পরিবারের অন্যদের জন্য ভিডিও করে নিয়েছেন তিনি। ইকবাল আহমেদ নামে আরেক পর্যটক বলেন, চুনারুঘাটের এই লাল শাপলা বিল তাঁকে মুগ্ধ করেছে। একদিকে চা বাগান, অন্যদিকে মধ্যখানে একটি এমন লাল শাপলা বিল সত্যিই মনোমুগ্ধকর একটি দৃশ্য।
|
|
|
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশক
:
মোঃ খয়রুল ইসলাম চৌধুরী
সম্পাদকীয় কার্যালয় : ফায়েনাজ এপার্টমেন্ট,লেভেল : ১৪/সি,৩৭/২,পুরানা পল্টন(কালভার্ট রোড),ঢাকা-১০০০
কল : ০১৬৭০-২৮৯২৮০, ০১৭১৮-৫১২৬১০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
৫৪,গোল্ডেন টাওয়ার(নীচ তলা),আম্বরখানা,সিলেট।
E-mail : khairulchowdhury2018@gmail.com
|
|
|
|