|
খাসিয়াদের বর্ষ বিদায় উৎসব ‘সেং কুটস্নেম’ উদযাপন |
|
|
|
|
|
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় খাসি (খাসিয়া) সম্প্রদায়ের ১২৫ তম বর্ষ বিদায় ও নতুন বছরকে বরণের ঐতিহ্যবাহী উৎসব ‘সেং কুটস্নেম’ নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। গতকাল শনিবার উপজেলার মাগুরছড়া খাসিয়াপুঞ্জির খেলার মাঠে খাসি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে উৎসবটি হয়। খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এ উৎসবে সিলেট অঞ্চলের প্রায় অর্ধশত খাসিয়াপুঞ্জির প্রতিনিধি অংশগ্রহণ করেন। আয়োজক কমিটির পক্ষ থেকে সব পুঞ্জিপ্রধানকে পাগড়ি পরিয়ে সম্মাননা জানানো হয় এবং আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। সেং কুটস্নেম উপলক্ষে খাসি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে মাগুরছড়া ফুটবল মাঠের এক প্রান্তে বাঁশের খুঁটির ওপর গাছের পাতার ছাউনি দিয়ে আলোচনা সভার মঞ্চ তৈরি করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো-চেয়ারম্যান ও মাগুরছড়া খাসিয়াপুঞ্জি প্রধান জিডিসন প্রধান সুচিয়াংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুস সালাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাওন মজুমদার, কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিক আল শাফিন, ডবলছড়া পুঞ্জির জিডিসন প্রধান, লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান ও খাসি সোশ্যাল কাউন্সিলের সাধারণ সম্পাদক ফিলা পতমীসহ বিভিন্ন পুঞ্জিপ্রধান। বর্ষবরণ ও বিদায় অনুষ্ঠানে খাসিয়ারা তাদের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে আদি পাহাড়ি নৃত্য ও গান করেন। পাশাপাশি তাদের জীবিকার প্রধান উৎসব জুমচাষের এবং জীবন-জীবিকার বিভিন্ন পদ্ধতি নৃত্যের মাধ্যমে তুলে ধরেন। যদিও চলতি মৌসুমে খাসিয়া সম্প্রদায়ের জীবিকার প্রধান উৎস পানের ব্যবসায় মন্দার কারণে আর্থিক সংকট থাকায় ‘সেং কুটস্নেম’ অনুষ্ঠান হবে না বলে জানিয়েছিল খাসি সোশ্যাল কাউন্সিল। পরে প্রশাসনের সহযোগিতায় এটি অনুষ্ঠিত হয়। ‘সেং কুটস্নেম’ উপলক্ষে নানা রঙের পোশাক পরে খাসিয়া তরুণ-তরুণীরা অনুষ্ঠানে অংশ নেন। ছিল নাচ-গান, খেলাধুলাসহ বিভিন্ন আয়োজন। মাঠের একপাশে খাসিদের বিভিন্ন পণ্য নিয়ে মেলা বসে। সুপারি গাছের পাতা দিয়ে মঞ্চ তৈরি করা হয়। তবে এ বছর অন্যান্য বছরের তুলনায় আয়োজন কিছুটা কম ছিল। কারণ প্রশাসনের সহযোগিতায় একদম শেষ সময়ে তড়িঘড়ি করে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। খাসি সোশ্যাল কাউন্সিল সূত্রে জানা যায়, ২০০৯ সাল থেকে মাগুরছড়া খাসিয়াপুঞ্জির খেলার মাঠে খাসি সম্প্রদায়ের বর্ষ বিদায় ও নতুন বছরকে বরণের অনুষ্ঠিত হয়। সেং কুটস্নেম উৎসবের দিন সবাই মিলে ঐতিহ্যবাহী খেলাধুলা, নিজস্ব সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী খাবার খেয়ে আনন্দে নিজেদের সামাজিক সম্পর্ক সুদৃঢ় করেন। অনুষ্ঠানস্থলে মাঠজুড়ে মেলা বসে। বিভিন্ন স্টলে খাসিয়ারা পোশাক, পান, তীর, ধনুক, বাঁশ-বেতের তৈরি জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেন। এই উৎসবে সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে খাসিয়া পুঞ্জির মানুষ এসে অংশ নেন। উৎসবে আসা জেসিয়া সুঙ বলেন, তারা প্রতিবছর বর্ষ বিদায় ও নতুন বছর বরণের সেং কুটস্নেম অনুষ্ঠান পালন করেন। এটি ঘিরে খাসি সম্প্রদায়ের সবাই একসঙ্গে মিলিত হয়ে উৎসবে মেতে ওঠেন। খাসি সোশ্যাল কাউন্সিলের সাধারণ সম্পাদক ফিলা পতমী বলেন, অর্থনৈতিক সংকটের কারণে এ বছর তারা অনুষ্ঠানটি করতে পারছিলেন না। পরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ‘সেং কুটস্নেম’ আয়োজন করা হয়। খাসি সোশ্যাল কাউন্সিলের সভাপতি ও মাগুরছড়াপুঞ্জির হেডম্যান জিডিসন প্রধান সুচিয়াং বলেন, সিলেট বিভাগের প্রায় ৭০টি খাসিয়া পুঞ্জির মানুষ এই উৎসবে এসে অংশ নেন। দেশ-বিদেশের পর্যটকরাও এই অনুষ্ঠানে আসেন। খাসি সেং কুটস্নেম বা বর্ষ বিদায় খাসিয়াদের একটি সর্বজনীন উৎসব।
|
|
|
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশক
:
মোঃ খয়রুল ইসলাম চৌধুরী
সম্পাদকীয় কার্যালয় : ফায়েনাজ এপার্টমেন্ট,লেভেল : ১৪/সি,৩৭/২,পুরানা পল্টন(কালভার্ট রোড),ঢাকা-১০০০
কল : ০১৬৭০-২৮৯২৮০, ০১৭১৮-৫১২৬১০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
৫৪,গোল্ডেন টাওয়ার(নীচ তলা),আম্বরখানা,সিলেট।
E-mail : khairulchowdhury2018@gmail.com
|
|
|
|