রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
----- পরীক্ষামূলক সম্প্রচার চলছে ---
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * শিশুরা কেন ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে?, অভিভাবকদের জন্য সতর্কবার্তা   * ভয়েস অব আমেরিকার জনমত জরিপ : ১ বছরের মধ্যে সংস্কারের পক্ষে ৬৫.৯ শতাংশ, নির্বাচনের পক্ষে ৬১.১ শতাংশ   * বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৪ নভেম্বর)   * নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ   * ১ ডিসেম্বর সেন্ট মার্টিন যাচ্ছে দুটি পর্যটকবাহী জাহাজ   * খাসিয়াদের বর্ষ বিদায় উৎসব ‘সেং কুটস্নেম’ উদযাপন   * ঘের দখলে সহায়তা না করায় অপর মালিককে নিয়ে মারধর   * রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র ওরেশনিকের ইউক্রেইন আক্রমণ: কি জানায় বিশেষজ্ঞরা?   * বনভোজনে যাওয়ার পথে বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু   * ৪৫০ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের  

   বিশেষ সংবাদ
১ ডিসেম্বর সেন্ট মার্টিন যাচ্ছে দুটি পর্যটকবাহী জাহাজ
  Date : 24-11-2024
Share Button

দুই মাস বন্ধ থাকার পর অবশেষে সেন্ট মার্টিন যাচ্ছে পর্যটকবাহী জাহাজ। ইতিমধ্যে অগ্রিম টিকেট বিক্রিও শুরু হয়েছে। আগামী ১ ডিসেম্বর (রোববার) থেকে উখিয়ার ইনানী নৌবাহিনীর জেটিঘাট থেকে দুটি জাহাজ চলাচল করবে বলে জানিয়েছেন এমবি বারো আউলিয়া জাহাজের পরিচালক মাহবুবুর রহমান।

মাহবুবুর রহমান বলেন, এরইমধ্যে পর্যটকরা সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে যেতে এক হাজার টিকেট অগ্রিম কিনেছেন। পর্যটকরা যাতে নিরাপদে সেন্ট মার্টিনে পৌঁছোতে পারেন সে বিষয়ে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরিস্থিতি ঠিক থাকলে পর্যটকরা সেন্ট মার্টিন ভ্রমণে যেতে পারবেন।

সেন্ট মার্টিন রয়েল বিচের পরিচালক জাহেদ হোসেন বলেন, ১ ডিসেম্বর থেকে ইনানী জেটিঘাট দিয়ে কর্ণফুল ও বারো আউলিয়া নামে দুটি জাহাজে পর্যটক সেন্টমার্টিনে আসার কথা। তবে পর্যটন মৌসুমের দুইমাস পেরিয়ে গেছে। সেন্ট মার্টিনে পর্যটক না আসাতে দ্বীপবাসীর সংসার চলছে না। হোটেল-রেস্তোরাঁ বা অন্যান্য দোকানপাটে টাকা খরচ করে সাজিয়েছি, পর্যটক না আসার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।

কক্সবাজার অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের (টুয়াক) সাবেক প্রেসিডেন্ট মো. আনোয়ার কামাল বলেন, মিয়ানমার রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে আপাতত টেকনাফের দমদমিয়া জেটিঘাট দিয়ে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ যাওয়ার সম্ভাবনা নেই। তবে আগামী ১ ডিসেম্বর থেকে ইনানী নৌবাহিনীর জেটিঘাট দিয়ে দুটি পর্যটকবাহী জাহাজ পর্যটকসহ সেন্ট মার্টিনে যাওয়ার কথা।

তিনি আরও বলেন, পর্যটকরা সেন্ট মার্টিন যেতে টিকিট সংগ্রহ করছেন। ১ ডিসেম্বর থেকে ইনানী জেটিঘাট দিয়ে জাহাজ চলাচল শুরু করবে। পরে সাবরাং পয়েন্ট দিয়ে পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিন যেতে পারে সেটা নিয়ে জায়গায় দেখতেছি।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নিজাম উদ্দিন আহমেদ বলেন, ইনানী নৌবাহিনীর জেটিঘাট দিয়ে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ যাবে কিনা এখনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে সেন্ট মার্টিনে ভ্রমণে যাওয়া পর্যটক ও অনুমোদিত জাহাজ নিয়ন্ত্রণে যৌথ কমিটি গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এতে সিদ্ধান্ত হয়েছে, সেন্ট মার্টিনে যেতে হলে পর্যটকদের নিবন্ধনসহ নানান বিধিনিষেধ মেনে চলতে হবে।

সরকারের এ সিদ্ধান্ত সেন্ট মার্টিনে পর্যটন খাতের ওপর প্রভাব পড়বে বলে জানান কক্সবাজার অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের (টুয়াক) সাবেক প্রেসিডেন্ট (বর্তমানে কমিটির উপদেষ্টা) মো. আনোয়ার কামাল বলেন, পর্যটকদের নিবন্ধন ও ট্রাভেল পাসে সেন্ট মার্টিনে যাওয়া মানে নিজ দেশে ভিসা নিয়ে বিদেশ ভ্রমণ করার মতো সিদ্ধান্ত, যার প্রভাব পড়বে পর্যটন খাতে।



  
  সর্বশেষ
শিশুরা কেন ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে?, অভিভাবকদের জন্য সতর্কবার্তা
ভয়েস অব আমেরিকার জনমত জরিপ : ১ বছরের মধ্যে সংস্কারের পক্ষে ৬৫.৯ শতাংশ, নির্বাচনের পক্ষে ৬১.১ শতাংশ
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৪ নভেম্বর)
নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ

সম্পাদক ও প্রকাশক : মোঃ খয়রুল ইসলাম চৌধুরী
সম্পাদকীয় কার্যালয় : ফায়েনাজ এপার্টমেন্ট,লেভেল : ১৪/সি,৩৭/২,পুরানা পল্টন(কালভার্ট রোড),ঢাকা-১০০০
কল : ০১৬৭০-২৮৯২৮০, ০১৭১৮-৫১২৬১০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ৫৪,গোল্ডেন টাওয়ার(নীচ তলা),আম্বরখানা,সিলেট।
E-mail : khairulchowdhury2018@gmail.com