|
সেতু না থাকায় দুর্ভোগে ৪ গ্রামের মানুষ |
|
|
|
|
|
‘আমরা বাপদাদার আমল থেকে এখন পর্যন্ত ভোগান্তি নিয়ে যাতায়াত করছি। একটি সেতুর অভাবে উপজেলা সদরে যাতায়াত করতে দুর্ভোগের সীমা নেই। উচ্চশিক্ষার জন্য সন্তানদের এলাকার বাইরে ভালো কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করাতে পারছি না। কোনো অসুস্থ রোগীকে তাৎক্ষণিকভাবে ডাক্তার দেখাতে পারি না। জনপ্রতিনিধিরা সেতু নির্মাণে বিভিন্ন সময়ে আশ্বাস দিলেও কোনো বাস্তবায়ন হচ্ছে না।’– আক্ষেপের সুরে কথাগুলো বলেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের রায়নগর গ্রামের বাসিন্দা কাঁচা মিয়া। জানা গেছে, একটি সেতুর অভাবে বছরের পর বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন উপজেলার সদর ইউনিয়নের রায়নগর, বাগরা, সুন্দরপই ও বড়বন্দ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ। রায়নগর-শরীফপুর সড়কের মরা চেলা নদীতে সেতু নির্মাণের জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও সেতু নির্মাণ হয়নি। প্রতিবছরই জনসাধারণের চলাচলের সুবিধার্থে স্থানীয়দের উদ্যোগে এখানে বাঁশের সাঁকো নির্মাণ করা হয়। বিগত কোনো সরকারের আমলে সেতু নির্মাণের কোনো বাস্তব পদক্ষেপও নেওয়া হয়নি। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় ও সংসদ নির্বাচনে প্রত্যেকবারই ভোটের সময় ঘনিয়ে এলে জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের আশ্বাস দিয়ে যান, কিন্তু নির্বাচনের পরে আর কেউ এলাকাবাসীর কোনো খোঁজখবর পর্যন্ত রাখেন না। সরেজমিন রায়নগর এলাকা ঘুরে দেখা যায়, সেতু না থাকায় বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছেন স্থানীয় শিক্ষার্থী ও পথচারীরা। প্রায় ১০০ মিটার দীর্ঘ সাঁকোটি পার হতে শঙ্কায় থাকতে হয় কোমলমতি শিক্ষার্থী, বৃদ্ধ ও অসুস্থদের। এ ছাড়া মালপত্র পরিবহনের ভোগান্তি পোহাতে হয় স্থানীয় ব্যবসায়ী ও কৃষকদের। গুরুত্ব বিবেচনায় নিয়ে সেখানে দ্রুত একটি সেতু নির্মাণের দাবি জানান এলাকাবাসী। রায়নগর এলাকার স্থানীয় বাসিন্দা মৎস্যচাষি মো. রাজা মিয়া ও বাবলু মিয়া বলেন, এখানে সেতু না থাকায় মাছের খাবার আনতে এবং মাছ বাজারজাত করতে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ব্যবসায়ী শিপন মিয়া বলেন, একটি মাত্র সেতুর অভাবে তারা সারাদেশ থেকে পিছিয়ে রয়েছেন। এখানে ব্যবসা-বাণিজ্য ও কৃষিকাজের জন্য অতিরিক্ত পরিবহন ব্যয় বহন করতে গিয়ে তাদের লোকসান গুনতে হচ্ছে। মনিরুল ইসলাম অপর এক বাসিন্দা বলেন, রায়নগর ও আশপাশের ৪টি গ্রামের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপজেলা সদরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করছে। রায়নগর-শরীফপুর সংযোগ সেতু না থাকায় বর্ষা মৌসুমে তাদের মারাত্মক ঝুঁকি নিয়ে খেয়া পারাপার হতে হয়। অনেক শিক্ষার্থী বর্ষা মৌসুমে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া থেকে বিরত থাকে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো. আব্দুল হামিদ বলেন, রায়নগরের মরা চেলা নদীতে সংযোগ সেতু নির্মাণের বিষয়ে কোনো প্রস্তাবনা দেওয়া আছে কিনা তাঁর জানা নেই। তিনি শিগগিরই বিষয়টি নিয়ে খোঁজ নেবেন, জনগুরুত্বপূর্ণ হলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইনএনও) নেহের নিগার তনু বলেন, রায়নগর থেকে শরীফপুর সংযোগ সেতু নির্মাণের বিষয়ে কোনো তথ্য তাঁর জানা নেই। এলাকাবাসী তাঁকে লিখিতভাবে জানালে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
|
|
|
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশক
:
মোঃ খয়রুল ইসলাম চৌধুরী
সম্পাদকীয় কার্যালয় : ফায়েনাজ এপার্টমেন্ট,লেভেল : ১৪/সি,৩৭/২,পুরানা পল্টন(কালভার্ট রোড),ঢাকা-১০০০
কল : ০১৬৭০-২৮৯২৮০, ০১৭১৮-৫১২৬১০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
৫৪,গোল্ডেন টাওয়ার(নীচ তলা),আম্বরখানা,সিলেট।
E-mail : khairulchowdhury2018@gmail.com
|
|
|
|