বাংলাদেশি অভিযাত্রী জহিরের সদ্য তোলা অ্যান্টার্কটিকার ১০ ছবি
Date : 16-11-2024
যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি জহির ইসলাম অ্যান্টার্কটিকা অভিযানে গেছেন। নভেম্বরের প্রথম দিন আর্জেন্টিনার সর্ব দক্ষিণের শহর উসুয়াইয়ার বন্দর থেকে পর্যটকবাহী জাহাজে চেপে বসেছিলেন। সেই একই বন্দরে এসে ১৩ নভেম্বর তাঁর অভিযাত্রা সম্পন্ন হয়। এই দিনগুলোতে বরফে ঢাকা মহাদেশের নানা প্রান্ত ঘুরে দেখেছেন তিনি। দূরতম অঞ্চলটিতে নানা রোমাঞ্চকর পর্বে অংশ নেওয়ার পাশাপাশি তুলেছেন সেখানকার প্রকৃতি ও প্রাণীর ছবি। জহির ইসলামের তোলা সেসব ছবির ১০টি দেখে নিন।
১ / ১০
অ্যান্টার্কটিকার বরফ–রাজ্যে প্রবেশ করেছে জাহাজছবি: জহির ইসলামের সৌজন্যে
২ / ১০
বরফে ঢেকে আছে পাথুরে পর্বতছবি: জহির ইসলামের সৌজন্যে
৩ / ১০
অ্যান্টার্কটিকার একটি দ্বীপে অভিযাত্রীরাছবি: জহির ইসলামের সৌজন্যে
৪ / ১০
এমন অনেক পেঙ্গুইন কলোনি আছে অ্যান্টার্কটিকায়ছবি: জহির ইসলামের সৌজন্যে
৫ / ১০
ছোট ছোট নৌকায় করে জাহাজ থেকে দ্বীপে আনা হয় পর্যটকদেরছবি: জহির ইসলামের সৌজন্যে
৬ / ১০
অ্যান্টার্কটিকার এই দ্বীপটির নাম হাফ মুনছবি: জহির ইসলামের সৌজন্যে
৭ / ১০
এই ডিসেপশন দ্বীপটি সুপ্ত আগ্নেয়গিরির জ্বালামুখছবি: জহির ইসলামের সৌজন্যে
৮ / ১০
বরফ-ঢাকা দ্বীপে আর্জেন্টিনার গবেষণাকেন্দ্রছবি: জহির ইসলামের সৌজন্যে
৯ / ১০
অ্যান্টার্কটিকায় কায়াকিংছবি: জহির ইসলামের সৌজন্যে
১০ / ১০
অ্যান্টার্কটিকায় যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি জহির ইসলামছবি: জহির ইসলামের সৌজন্যে