পথচারীদের ফুটপাত, পদচারী–সেতু এবং জেব্রাক্রসিং ব্যবহার করতে হবে। বাস স্টপেজ ছাড়া বাস থেকে নামা বা ওঠা যাবে না। হাঁটার সময় মুঠোফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে হাঁটা যাবে না।
শনিবার পথচারীদের সচেতন ও উদ্বুদ্ধ করতে এমন বিষয়গুলোতে রাজধানীর উত্তরায় প্রচার চালিয়েছে ট্রান্সপোর্ট প্রফেশনালস ফোরাম বাংলাদেশ। প্রায় ৭০০ জন ট্রান্সপোর্ট প্রফেশনালের (সিভিল ইঞ্জিনিয়ার, আরবান প্ল্যানার, আর্কিটেক্ট, রোড সেফটি ইনস্ট্রাক্টর ইত্যাদি) সমন্বয়ে এ ফোরাম দুই মাস আগে যাত্রা শুরু করেছে। এই ফোরামে প্রবাসে কর্মরত বাংলাদেশি গবেষকেরাও অনলাইনে যুক্ত আছেন।