বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
----- পরীক্ষামূলক সম্প্রচার চলছে ---
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * কানাইঘাটে আব্দুল মুমিন হত্যায় একজন আটক   * স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা   * বানিয়াচংয়ে বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যান গ্রেফতার   * টেনিসকে বিদায় ‘গ্রাসিয়াস’ রাফা   * ইরাকে ৪০ বছর পর জনশুমারি   * সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   * গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৫০ ফিলিস্তিনি   * হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে অবৈধ লোক পারাপারে অভিনব কৌশল   * জুড়ী সীমান্তে বিজিবির হাতে আটক ৮ বাংলাদেশি   * জগন্নাথপুরে অটোরিকশা চালক সুজিত হত্যাকাণ্ড, গ্রেফতার ৩  

   আন্তর্জাতিক
সবচেয়ে মূল্যবান উপহার পেল ব্রিটিশ মিউজিয়াম
  Date : 19-11-2024
Share Button

ব্রিটিশ মিউজিয়াম চীনা সিরামিকের একটি ব্যক্তিগত সংগ্রহ উপহার পেয়েছে। এটি এই জাদুঘরের ইতিহাসে সবচেয়ে মূল্যবান বস্তু। স্যার পার্সিভাল ডেভিড ফাউন্ডেশনের উপহার দেওয়া এই সংগ্রহের দাম প্রায় এক বিলিয়ন পাউন্ড। এগুলো ১ হাজার ৭০০ চাইনিজ শিল্পকর্মের সমন্বয়ে গঠিত।

স্যার পার্সিভাল ডেভিড ছিলেন বিখ্যাত চাইনিজ শিল্প সংগ্রাহক। তিনি ১৯৬৪ সালে মৃত্যুবরণ করেন। এর আগে ইউরোপ, জাপান, হংকং ও চীন থেকে এসব সংগ্রহ করেন তিনি। স্যার পার্সিভাল ডেভিড ফাউন্ডেশন তার মৃত্যুর পর থেকে এই সংগ্রহ সংরক্ষণ ও প্রদর্শনের কাজ করে আসছে। সংগ্রহটি ২০০৯ সাল থেকে ব্রিটিশ মিউজিয়ামে ধার হিসেবে প্রদর্শন করা হচ্ছিল। তবে এখন উপহার হিসেবে পেল। এটি বর্তমানে মিউজিয়ামের বিশেষভাবে ডিজাইন করা দ্বিভাষিক কক্ষ ৯৫-এ রাখা হয়েছে।

ব্রিটিশ মিউজিয়ামের পরিচালক ড. নিকোলাস কালিনান বলেন, এটি বিরল ও দামি এক ব্যক্তিগত সংগ্রহ। 

উপহার পাওয়া দামি এই সংগ্রহের মধ্যে রয়েছে ১৩৫১ সালের ডেভিড ভেজ, যা চাইনিজ নীল এবং সাদা সিরামিকের তারিখ নির্ধারণে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। এ ছাড়া চেংহুয়া সম্রাটের জন্য ব্যবহৃত একটি মোরগ আঁকা কাপ এবং রু ওয়্যারও সংগ্রহের মধ্যে রয়েছে। এই উপহারের ফলে ব্রিটিশ মিউজিয়ামে চাইনিজ সিরামিকের সংগ্রহের সংখ্যা বেড়ে দাঁড়াবে ১০ হাজারে, যা বিশ্বের বাইরের চাইনিজ ভাষাভাষী অঞ্চলগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম। 

স্যার পার্সিভাল ডেভিড ১৮৯২ সালে ভারতের মুম্বাইতে জন্মগ্রহণ করেন। বাবার কাছ থেকে পারিবারিক ব্যবসার মালিকানা লাভ করেন তিনি। পার্সিভাল ডেভিড ১৯১৪ সালে লন্ডনে চলে যান। যেখানে চাইনিজ শিল্পকলা ও বই সংগ্রহ শুরু করেন। ফাউন্ডেশনের ট্রাস্টিরা জানিয়েছেন, স্যার পার্সিভাল ডেভিড চেয়েছিলেন তার সংগ্রহটি মানুষকে জ্ঞান ও অনুপ্রেরণা দিক। তার চাওয়া অবশেষে পূরণ হলো।

ড. কালিনান বলেন, ফাউন্ডেশনের ট্রাস্টিরা যে উদারতা দেখিয়েছেন, তাতে আমি মুগ্ধ। এই ঐতিহাসিক বস্তুগুলো আমাদের সংগ্রহে একটি বিশেষ মাত্রা যোগ করেছে। এগুলো বিশ্বজুড়ে গবেষক, শিক্ষাবিদ ও দর্শনার্থীদের জন্য চাইনিজ কারিগরির সেরা উদাহরণগুলোর গবেষণা ও উপভোগের সুযোগ দেবে। 

স্যার পার্সিভাল ডেভিড ফাউন্ডেশনের চেয়ারম্যান কলিন শিফ বলেন, এই উপহার স্যার পার্সিভাল ডেভিডের তিনটি মূল লক্ষ্য পূরণ করেছে। সেগুলো হলো– তার সংগ্রহ সংরক্ষণ, একই সঙ্গে প্রদর্শন এবং আগামী প্রজন্মের জন্য শিক্ষার উৎস হয়ে থাকা।

শিল্পমন্ত্রী স্যার ক্রিস ব্রায়ান্ট বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে, এই বিশ্বখ্যাত চাইনিজ সিরামিক সংগ্রহ এখন ব্রিটিশ ব্রিটিশ মিউজিয়ামে স্থায়ীভাবে প্রদর্শন করা হবে। এটি ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত ও আলোকিত করবে। এই অসাধারণ উপহারের জন্য আমি কৃতজ্ঞ। আশা করি, এটি অন্যদের জন্য একটি উদাহরণ তৈরি করবে।

সূত্র: বিবিসি



  
  সর্বশেষ
কানাইঘাটে আব্দুল মুমিন হত্যায় একজন আটক
স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা
ইরাকে ৪০ বছর পর জনশুমারি
সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

সম্পাদক ও প্রকাশক : মোঃ খয়রুল ইসলাম চৌধুরী
সম্পাদকীয় কার্যালয় : ফায়েনাজ এপার্টমেন্ট,লেভেল : ১৪/সি,৩৭/২,পুরানা পল্টন(কালভার্ট রোড),ঢাকা-১০০০
কল : ০১৬৭০-২৮৯২৮০, ০১৭১৮-৫১২৬১০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ৫৪,গোল্ডেন টাওয়ার(নীচ তলা),আম্বরখানা,সিলেট।
E-mail : khairulchowdhury2018@gmail.com