ফরজ নামাজের আগে ইমামের পেছনে দাঁড়ানোর পর মুয়াজ্জিন আবার আজান দেন। একে ইকামত বলা হয়।
ইকামতে ‘হাইয়া আলাল ফালাহ’র পর ‘কাদকামাতিস সালাহ’ বলা হয় ২ বার।
আজান শুনলে শ্রোতা মনে মনে আজানের শব্দ বলবেন। ‘হাইয়া আলাস সালাহ’ ও ‘হাইয়া আলাল ফালাহ’র পরিবর্তে ‘লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ’ বলবেন।
আজানে ‘আল্লাহু আকবার’ ৪ বার, ‘আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু’ ২ বার, ‘আশহাদু আন্না মোহাম্মাদার রাসুলুল্লাহ’ ২ বার, ‘হাইয়া আল্লাস সালাহ’ ২ বার,
‘হাইয়া আলাল ফালাহ’ ২ বার, আবার ‘আল্লাহু আকবার’ ২ বার এবং সবশেষে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ একবার উচ্চারিত হয়।
ফজরের নামাজের আজানে ‘হাইয়া আলাল ফালাহ’র পর ‘আস সালাতু খাইরুম মিনাননাউম’ দুবার বলা হয়।
ফরজ নামাজের আগে ইমামের পেছনে দাঁড়ানোর পর মুয়াজ্জিন আবার আজান দেন। একে আকামত বা ইকামত বলা হয়। ইকামতে ‘হাইয়া আলাল ফালাহ’র পর ‘কাদকামাতিস সালাহ’ বলা হয় দুবার। আজান শুনলে শ্রোতা মনে মনে আজানের শব্দ বলবেন। ‘হাইয়া আলাস সালাহ’ ও ‘হাইয়া আলাল ফালাহ’র পরিবর্তে ‘লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ’ বলবেন।