আগের ম্যাচে আপ্রাণ চেষ্টা করেও গোল করতে পারেনি বাংলাদেশ। গোল মিসের মহড়া দেওয়া স্বাগতিকরা উল্টো হেরে বসে মালদ্বীপের কাছে। ১-০ গোলে হেরে যাওয়া হ্যাভিয়ের কাবরেরার দলের জন্য দ্বিতীয় ম্যাচটা ছিল সিরিজ বাঁচানোর।
বাংলাদেশ সেটি পেরেছে। আজ শনিবার নিজেদের মাঠ বসুন্ধরা কিংস এরিনায় পিছিয়ে থেকেও মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছেন তপু-মোরসালিনরা।
ম্যাচের শুরুর দিকে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ডিফেন্ডার তপু বর্মনের ভুলে গোল হজম করে বসে স্বাগতিকরা। সাত মিনিটে গোল করে মালদ্বীপকে এগিয়ে দেন আলি ফাসির। প্রথম ম্যাচে তার গোলের ওপর দাঁড়িয়ে জিতেছিল মালদ্বীপ।
বিরতিতে যাওয়ার আগেই অবশ্য সমতায় ফেরে বাংলাদেশ। ৪৩ মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান মজিবুর রহমান জনি। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলের ড্রয়ে। এরপর লম্বা সময় কাটে গোলখরায়। ম্যাচ শেষের অপেক্ষা ছিল।
কিন্তু ইনজুরি টাইমে বাজিমাত করে বাংলাদেশ। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে জয়সূচক গোল করে স্বাগতিক দর্শকদের উচ্ছ্বাসে ভাসান পাপন সিং। এই জয়ে মালদ্বীপের বিপক্ষে মান বাঁচাল বাংলাদেশ।
অনেক দিন ধরেই বাজে সময় কাটছিল বাংলাদেশ ফুটবল দলের। এতে করে প্রধান কোচ কাবরেরার ভবিষ্যত নিয়ে শুরু হয় জল্পনা। মালদ্বীপকে হারিয়ে কার্যত সেই জল্পনা উড়িয়ে দিলেন স্প্যানিশ কোচ।