সুনামগঞ্জের দোয়ারাবাজারে ছাগলে কদম গাছের পাতা খাওয়া নিয়ে প্রতিপক্ষের হামলায় শামছুন্নাহার (৩৫) নামে এক নারী খুন হয়েছেন। এ ঘটনায় মহিলাসহ আরও চারজন আহত হয়েছেন। বুধবার মধ্যরাতে উপজেলার বাজিতপুর গ্রামে ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, বুধবার বিকালে বাজিতপুর গ্রামের সোনা মিয়ার মেয়ে নুরুন্নেছার পোষা ছাগল তার চাচাতো ভাই পাশের বাড়ির জনিক মিয়ার কদম গাছের চারার পাতা খেয়ে ফেলে। এ নিয়ে রাতে প্রথমে উভয়পক্ষে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাত নয়টার দিকে দেশীয় অস্ত্রসহ উভয়পক্ষে মারামারি শুরু হয়। এ সময় প্রতিপক্ষের লোকজন নুরুন্নেছার বোন শামছুন্নাহারের মাথায় সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় আহত হন নিহতের বোন আক্তারুন্নেছা, মমতাজ, নুরুন্নেছা ও তাদের ভগিনীপতি রাজিব মিয়া। তাদের প্রথমে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে তাদের স্থানান্তর করা হয়।
দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, একটি কদমের চারা গাছের পাতা ছাগলে খাওয়া নিয়ে নিজেদের স্বজনদের মধ্যে মারামারিতে এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত শামছুন্নাহারের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।