ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে চোটের কারণে নাজমুল হোসেন শান্তের স্থলাভিষিক্ত হিসেবে শাহাদাত হোসেন দিপুকে দলে নেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে।
কুঁচকির চোটের কারণে নিয়মিত অধিনায়ক শান্ত দল থেকে বাদ পড়ায় নেতৃত্বের ভার সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ওপর ন্যস্ত হয়েছে।
চট্টগ্রাম বিভাগের এই ২২ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান ঘরোয়া ক্রিকেটে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছেন। বিসিবির জাতীয় নির্বাচক প্যানেল দিপুকে শান্তের যোগ্য বিকল্প হিসেবে মনে করছে। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের দক্ষতা প্রমাণের একটি সুবর্ণ সুযোগ পেয়েছেন তিনি।
বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলবে। প্রথম টেস্ট শুরু হবে ২২ নভেম্বর অ্যান্টিগায়, এবং দ্বিতীয় টেস্ট ৩০ নভেম্বর জ্যামাইকায়।
বাংলাদেশ টেস্ট দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, জাকির হাসান, মুমিনুল হক, মহিদুল ইসলাম অঙ্কন, লিটন দাস (উইকেটরক্ষক), জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ।