বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
----- পরীক্ষামূলক সম্প্রচার চলছে ---
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * কানাইঘাটে আব্দুল মুমিন হত্যায় একজন আটক   * স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা   * বানিয়াচংয়ে বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যান গ্রেফতার   * টেনিসকে বিদায় ‘গ্রাসিয়াস’ রাফা   * ইরাকে ৪০ বছর পর জনশুমারি   * সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   * গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৫০ ফিলিস্তিনি   * হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে অবৈধ লোক পারাপারে অভিনব কৌশল   * জুড়ী সীমান্তে বিজিবির হাতে আটক ৮ বাংলাদেশি   * জগন্নাথপুরে অটোরিকশা চালক সুজিত হত্যাকাণ্ড, গ্রেফতার ৩  

   কৃষি সংবাদ
শাক-সবজি আবাদ হচ্ছে - হালদা নদীর ধুধু বালু চরে
  Date : 11-11-2024
Share Button

যেখানে এক মাস আগেও অথৈ পানিতে ডুবেছিল চারপাশ এবং তার কয়েক মাস আগে ছিল ধুধু বালুচর। এখন সেখানেই  দেখা মিলছে সবুজের সমারোহ । এটি  বর্তমানের হালদা নদীর বিস্তীর্ণ চরের চিত্র। মাসে মাসে রূপ পরিবর্তন করে এ নদীর চর৷ ফটিকছড়ির বুক ছিঁড়ে বয়ে চলা হালদা নদী বর্ষায় সর্বনাশা রূপ ধারণ করলেও শীতের আগমনে আর্শীর্বাদ হয়ে ধরা দেয়।

নদীর উভয় চরে শত শত কৃষক শীতকালীন শাক-সবজি আবাদ করে থাকেন। হালদা চরে ভাণ্ডারী মূলা, লাল আলু, সাদা আলু, দেশী আলু, মিষ্টি কুমড়া, লাউ, শশা, বাঁধাকপি, ফুলকপি, বরবটি, টেঁরশ, বেগুনসহ বিভিন্ন শাক-সবজি  আবাদ হয়ে থাকে। যার ফলে, হালদার ভাঙনে সর্বস্বহারা অসংখ্য মানুষের জীবন-জীবিকা নির্বাহের একমাত্র উপায় নদীর চরে কৃষিকাজ। কেউ কেউ নিজে চাষাবাদ করলেও অনেকেই আছেন যাঁরা অন্যের ক্ষেতের দিনমজুর। এভাবেই হালদার চরে আটকে আছে হাজারো মানুষের জীবনযাত্রা। 

সরেজমিনে দেখা যায়, ফটিকছড়ির সুন্দরপুর, সুয়াবিল, নাজিরহাট, পাচঁপুকুরিয়া, হারুয়ালছড়ি, বারমাসিয়া সহ বিভিন্ন অঞ্চলে অসংখ্য কৃষক হালদা নদীর চরকে বিস্তীর্ণ কৃষিজমিতে পরিণত করেছেন। শিশিরভেজা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত বিরামহীন চলে কৃষি কাজ। একদিকে শাক-সবজী রোপনের জন্য জমি উপযোগী করা হচ্ছে, অন্যদিকে রোপিত শাক-সবজীর পরিচর্যা করছেন কেউ কেউ। পাশাপাশি কিছু কিছু কৃষক আগাম শীতকালীন শাক-সবজী বিক্রির জন্য তুলছেন। হালদার চরে একই সময়ে ভিন্ন তিনচিত্র চোখে পড়ে। 
হালদা চরের কৃষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম  জনকন্ঠকে বলেন, শশা, বাঁধাকপি, ফুলকপি, মিষ্টি কুমড়া, কুমড়া শাক, লাল শাক আগাম চাষাবাদ করা হয়েছে। ফলে বাজারে এ সবজীগুলো আগাম বিক্রির সুযোগ হয়েছে। 
নাজিরহাট চরগাঁপাড়ার হালদা পাড়ের কৃষক নুরুল আবছার বলেন, অসময়ে কয়েক দফায় বন্যার কারণে এবার আগাম শীতকালীন শাক-সবজি রোপনে বিলম্ব হয়েছে। এরপরও শশা সহ কিছু কিছু শাক-সবজী বিক্রি করছি। 

সুন্দরপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য জুবাইদা আকতার বলেন, বর্ষাকালে ভয়াল রূপে হালদা নদী চরের মানুষদের দুঃখ হলেও শীত ও গ্রীষ্মে কৃষি সম্রাজ্যে রুপান্তরিত হয় হালদার দুই পাড়। 
ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, প্রতিবছর হালদা নদীতে পাহাড়ী ঢল ও উজানের পানিতে স্থায়ী, ক্ষণস্থায়ী বন্যা হয়৷ বন্যার পলিমাটি বেশ উর্বর। এ মাটি অন্য যেকোন মাটির চেয়ে বেশী কৃষি উপযোগী। তাই হালদার বিস্তীর্ণ চর চাষাবাদের জন্য দারুণ জায়গা।



  
  সর্বশেষ
কানাইঘাটে আব্দুল মুমিন হত্যায় একজন আটক
স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা
ইরাকে ৪০ বছর পর জনশুমারি
সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

সম্পাদক ও প্রকাশক : মোঃ খয়রুল ইসলাম চৌধুরী
সম্পাদকীয় কার্যালয় : ফায়েনাজ এপার্টমেন্ট,লেভেল : ১৪/সি,৩৭/২,পুরানা পল্টন(কালভার্ট রোড),ঢাকা-১০০০
কল : ০১৬৭০-২৮৯২৮০, ০১৭১৮-৫১২৬১০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ৫৪,গোল্ডেন টাওয়ার(নীচ তলা),আম্বরখানা,সিলেট।
E-mail : khairulchowdhury2018@gmail.com