বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
----- পরীক্ষামূলক সম্প্রচার চলছে ---
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * কানাইঘাটে আব্দুল মুমিন হত্যায় একজন আটক   * স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা   * বানিয়াচংয়ে বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যান গ্রেফতার   * টেনিসকে বিদায় ‘গ্রাসিয়াস’ রাফা   * ইরাকে ৪০ বছর পর জনশুমারি   * সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   * গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৫০ ফিলিস্তিনি   * হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে অবৈধ লোক পারাপারে অভিনব কৌশল   * জুড়ী সীমান্তে বিজিবির হাতে আটক ৮ বাংলাদেশি   * জগন্নাথপুরে অটোরিকশা চালক সুজিত হত্যাকাণ্ড, গ্রেফতার ৩  

   খেলাধূলা
প্যারিসে শেষ মুহূর্তের গোলে পিএসজির হার, বার্সেলোনার ৫ গোলের আনন্দ
  Date : 07-11-2024
Share Button

ম্যাচের বয়স তিন মিনিটে পৌঁছায়নি, এর মধ্যেই বার্সেলোনার জালে বল!

না, গোল হয়নি। অফসাইডে বাতিল। তবে শুরুর ওই ‘হেঁচকি’তেই ম্যাচের প্রথম আধা ঘণ্টা কিছুটা যেন গুটিয়েই থাকল বার্সেলোনা। এ সময়ে বার্সা গোল করেছে, গোল হজমও করেছে, কিন্তু ম্যাচে নিয়ন্ত্রকের ভাবটা ঠিক ফুটে ওঠেনি।

তবে বিরতির আগে এবং পরেই স্বরূপে দেখা দিল হান্সি ফ্লিকের দল। নব্বই মিনিট শেষে যার ফলাফল, রেডস্টার বেলগ্রেডের জালে বার্সেলোনার ৫ গোল। সার্বিয়ান ক্লাবটিও যে কিছুই করেনি তা নয়। তবে রেডস্টারের বিপক্ষে ৫-২ গোলের বড় জয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বার্সেলোনা।

তবে ইউরোপীয় প্রতিযোগিতায় আজকের রাতটা ভালো যায়নি পিএসজির। প্যারিসে আতলেতিকো মাদ্রিদের কাছে শেষ মুহূর্তের গোলে ২-১ গোলে হেরেছে ফরাসি চ্যাম্পিয়নরা।

বেলগ্রেডের রাইকো মিতিচ স্টেডিয়ামে বার্সেলোনা প্রথম গোলের দেখা পায় ১৩তম মিনিটে। রাফিনিয়ার ফ্রি কিক থেকে হেডে দলকে এগিয়ে দেন ইনিও মার্তিনেজ। তবে ২৭তম মিনিটে সিলাস এমভুমপার গোলে সমতা নিয়ে আসে বেলগ্রেড।

বিরতির আগে ৪৩তম মিনিটে রাফিনিয়ার কাছ থেকে পাওয়া বলে বার্সেলোনাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন লেভানডফস্কি।

জোড়া গোল করেন লেভানডফস্কি
জোড়া গোল করেন লেভানডফস্কিরয়টার্স

দ্বিতীয়ার্ধের শুরুতে রাফিনিয়ার বাড়ানো বল ধরে ব্যবধান ৩-১ করার সুযোগ ছিল পোলিশ তারকার সামনে। কিন্তু অবিশ্বাস্যভাবে বল পোস্টের বাইরে পাঠান তিনি। তবে দ্বিতীয় গোলের আক্ষেপে অবশ্য বেশিক্ষণ পুড়তে হয়নি তাঁকে। ৫৩তম মিনিটে জুলস কুন্দে ডান পাশ থেকে বক্সের সামনে এমন এক বল বাড়ান, লেভাকে শুধু দাঁড়িয়ে থেকে শরীরটা গোলমুখী করে গায়ে লাগাতে হয়েছে।

লেভানডফস্কির করা দ্বিতীয় গোলটি ছিল উয়েফার প্রতিযোগিতায় বার্সার ৭০০তম। 

বার্সেলোনা পরে আরও দুটি গোল পায় জুলস কুন্দের সৌজন্য। এই ফরাসি রাইট ব্যাকের অ্যাসিস্টে ৫৫তম মিনিটে গোলদাতার খাতায় নাম লেখান রাফিনিয়া, ৭৪তম মিনিটে ফারমিন লোপেজ।

বার্সার পঞ্চম গোলটি করেন ফারমিন লোপেজ
বার্সার পঞ্চম গোলটি করেন ফারমিন লোপেজরয়টার্স

৫-১ গোলে পিছিয়ে যাবার পর ৮৪তম মিনিটে মিলসনের সৌজন্যে আরেকটি গোল শোধ করে বেলগ্রেড। যদিও শেষ দিকে লোপেজ একটি সহজ সুযোগ নষ্ট না করলে ব্যবধান আরও বড়ই হতো।

মোনাকোর কাছে হেরে টুর্নামেন্ট শুরু করা বার্সেলোনা টানা তৃতীয় জয় তুলে পয়েন্ট তালিকার ছয় নম্বরে উঠে এসেছে। ৩৬ দলের মধ্যে ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিভারপুল।

এ দিকে প্যারিসে আতলেতিকোর কাছে হেরে পয়েন্ট তালিকার ২৫ নম্বরে নেমে গেছে পিএসজি। ম্যাচের ১৪তম মিনিটে জাইর-এমিরির গোলে পিএসজিই প্রথম এগিয়ে যায়। চার মিনিট বাদে আতলেতিকো সমতায় ফেরে নাহুয়েল মোলিনার গোলে।

প্রথম ১৮ মিনিটের মধ্যে হওয়া ১-১ সমতা নিয়েই ম্যাচের নব্বই মিনিট পার হয়। দুই দলের পয়েন্ট ভাগাভাগি যখন প্রায় নিশ্চিত, তখনই যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ম্যাচের শেষ কিকে থেকে আক্রমণে গিয়ে আতলেতিকোকে গোল এনে দেন আনহেল কোরেয়া। স্প্যানিশ ক্লাবটি পায় তিন পয়েন্টের নাটকীয় জয়।

আতলেতিকোর জয়ের নায়ক আরহেল কোরেয়া
আতলেতিকোর জয়ের নায়ক আরহেল কোরেয়ারয়টার্স

এরপরও অবশ্য খুব একটা স্বস্তিতে নেই দিয়েগো সিমিওনের দল। চতুর্থ ম্যাচে এসে দ্বিতীয় জয়ের দেখা পাওয়া আতলেতিকো এখন ৩৬ দলের মধ্যে ২৩ নম্বরে।



  
  সর্বশেষ
কানাইঘাটে আব্দুল মুমিন হত্যায় একজন আটক
স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা
ইরাকে ৪০ বছর পর জনশুমারি
সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

সম্পাদক ও প্রকাশক : মোঃ খয়রুল ইসলাম চৌধুরী
সম্পাদকীয় কার্যালয় : ফায়েনাজ এপার্টমেন্ট,লেভেল : ১৪/সি,৩৭/২,পুরানা পল্টন(কালভার্ট রোড),ঢাকা-১০০০
কল : ০১৬৭০-২৮৯২৮০, ০১৭১৮-৫১২৬১০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ৫৪,গোল্ডেন টাওয়ার(নীচ তলা),আম্বরখানা,সিলেট।
E-mail : khairulchowdhury2018@gmail.com