ইসরাফিল জানান, গতকাল রাতে ফারজানা আক্তার এক নারীকে নিয়ে বাসায় ফেরেন। তাঁকে জানানো হয়, মেয়েটি তাঁর সঙ্গে ‘সাবলেট’ থাকবেন। আজ সকাল সাতটার দিকে বাচ্চাটির নানি বাসা থেকে চলে যান। কোথায় গেছেন তিনি জানেন না। পরে সাড়ে আটটার দিকে কয়েকজন বাসায় হাতে বাজার নিয়ে আসে। এর কিছুক্ষণ পর তিনি এই ঘটনা শুনতে পান।
তিনি একবার বাসাটির ভেতরে গিয়েছিলেন জানিয়ে ইসরাফিল বলেন, ভেতরে আলমারি, ওয়ার্ডরোবসহ কিছু আসবাব খোলা দেখতে পেয়েছেন। তবে কী কী নিয়ে গেছে তা তিনি জানেন না। থানা-পুলিশ যখন ফারজানার কাছে সাবলেট হিসেবে ওঠা ওই নারীর মোবাইল নম্বর চেয়েছেন, তখন ফারাজানাকে বলতে শুনেছেন, তাঁর মোবাইলও নিয়ে গেছেন। ঘটনার পরে ফারজানার স্বামী আবু জাফরকে ওই বাসায় আসতে দেখেছেন বলেও জানান ইসরাফিল।