সোমবার, জানুয়ারী ১৩, ২০২৫
----- পরীক্ষামূলক সম্প্রচার চলছে ---
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (৩০ ডিসেম্বর)   * বাংলাদেশের যোগাযোগ কেন গুরুত্বপূর্ণ আরাকান আর্মির সঙ্গে?   * পাকিস্তান সীমান্তে তালেবানের হামলা   * বাংলাদেশি বলে চিহ্নিত করে নারীকে ফেরত পাঠাচ্ছে দিল্লি   * উক্রেনে ড্রোন আক্রমণ জোরদার করছে রাশিয়া   * উত্তর গাজায় শেষ হাসপাতালও বন্ধ   * সুনামগঞ্জের হাওড় অঞ্চলে সূর্যমুখী চাষে নতুন সম্ভাবনা   * নৌযান শ্রমিক ধর্মঘট স্থগিত   * মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশকে মারধর করে আসামি ছিনতাই   * সোমবার পর্দা উঠছে বিপিএলের, এক নজরে দেখে নিন ৭ দলের স্কোয়াড  

   আন্তর্জাতিক
আসামের বরাক উপত্যকার হোটেলে বাংলাদেশিদের জন্য নিষেধাজ্ঞা
  Date : 07-12-2024
Share Button

ভারতের আসাম রাজ্যের বরাক উপত্যকার (বরাক ভ্যালি) আবাসিক হোটেলগুলো কোনো বাংলাদেশিকে থাকতে না দেওয়ার ঘোষণা দিয়েছে। বাংলাদেশে হিন্দুসহ অন্য সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা থাকবে বলে জানানো হয়েছে।

গতকাল শুক্রবার বরাক ভ্যালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বাবুল রায় সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘বাংলাদেশে হিন্দু ও অন্য সংখ্যালঘুদের পরিস্থিতি উদ্বেগজনক। আমরা কোনোভাবেই এটা মেনে নিতে পারি না। এ কারণে সেখানে পরিস্থিতির উন্নতি না হওয়া এবং হিন্দুদের ওপর সহিংসতা বন্ধ না হওয়া পর্যন্ত বরাক উপত্যকার তিন জেলার কোনো হোটেলে আমরা বাংলাদেশের কোনো নাগরিককে থাকতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমাদের প্রতিবাদের ধরন।’

বাবুল রায় আরও বলেন, ‘বাংলাদেশের জনগণকে স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। সেখানে পরিস্থিতির উন্নতি হওয়ার পরই কেবল আমরা আমাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারি।’

কাছাড়, শ্রীভূমি (সাবেক করিমগঞ্জ) এবং হাইলাকান্দি—এই তিন জেলা নিয়ে বরাক উপত্যকা গঠিত। বাংলাদেশের সিলেট অঞ্চলের সঙ্গে বরাক উপত্যকার ১২৯ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। 

কয়েক দিন আগে শ্রীভূমি জেলা হোটেল অ্যাসোসিয়েশনও বাংলাদেশিদের জন্য হোটেলে অবস্থান নিষিদ্ধ করে। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের কথা উল্লেখ করা তারা এ সিদ্ধান্ত নেয়।

ত্রিপুরা রাজ্যের হোটেল মালিকেরাও একই সিদ্ধান্ত নিয়েছিল। পরে চিকিৎসাসেবা নিতে আসা বাংলাদেশি ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা শিথিল করার ঘোষণা দেয় ‘অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন’।



  
  সর্বশেষ
লন্ডন ক্লিনিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (৩০ ডিসেম্বর)
লংকানরা দেখাল এভাবেও ম্যাচ হারা যায়
প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে দুর্নীতি করতে দেওয়া হবে না: উপদেষ্টা ফরিদা আখতার

সম্পাদক ও প্রকাশক : মোঃ খয়রুল ইসলাম চৌধুরী
সম্পাদকীয় কার্যালয় : ফায়েনাজ এপার্টমেন্ট,লেভেল : ১৪/সি,৩৭/২,পুরানা পল্টন(কালভার্ট রোড),ঢাকা-১০০০
কল : ০১৬৭০-২৮৯২৮০, ০১৭১৮-৫১২৬১০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ৫৪,গোল্ডেন টাওয়ার(নীচ তলা),আম্বরখানা,সিলেট।
E-mail : khairulchowdhury2018@gmail.com