ইরানের এ পদক্ষেপ বাশার আল–আসাদের জন্য তেহরানের নীতিতে উল্লেখযোগ্য বাঁকবদলের ইঙ্গিত দিচ্ছে। কেননা, সিরিয়ায় আসাদ সরকারের অন্যতম মিত্র হিসেবে বিবেচনা করা হয় ইরানকে। এক দশকের বেশি সময় ধরে চলা সিরীয় গৃহযুদ্ধে আসাদের পাশে দাঁড়িয়েছে তেহরান।
রাশিয়ার পাশাপাশি ইরানও বাশার আল–আসাদের সিরীয় সরকারের অন্যতম শক্তিশালী সমর্থক, ঘনিষ্ঠ মিত্র। ইরান সিরিয়ায় থাকা সামরিক ঘাঁটিগুলোয় নিজেদের কমান্ডার ও উপদেষ্টা পাঠিয়ে আসাদ সরকারকে সমর্থন জুগিয়ে আসছে। এমনকি সিরিয়ায় সরকারপন্থী মিলিশিয়াদের সমর্থন দেয় ইরান।
বিদ্রোহীদের দ্রুতগতিতে দামেস্কের দিকে এগিয়ে আসার মধ্যেই সরকারি বাহিনী প্রেসিডেন্ট বাশারের ক্ষমতা টেকাতে চেষ্টা করে যাচ্ছে। সরকারি বাহিনী হোমস শহরটির প্রতিরক্ষা জোরদারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাষ্ট্রীয় টেলিভিশন ও সামরিক সূত্রগুলো বলছে, বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালানো হচ্ছে।