সোমবার, ফেব্রুয়ারী ১৭, ২০২৫
----- পরীক্ষামূলক সম্প্রচার চলছে ---
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (৩০ ডিসেম্বর)   * বাংলাদেশের যোগাযোগ কেন গুরুত্বপূর্ণ আরাকান আর্মির সঙ্গে?   * পাকিস্তান সীমান্তে তালেবানের হামলা   * বাংলাদেশি বলে চিহ্নিত করে নারীকে ফেরত পাঠাচ্ছে দিল্লি   * উক্রেনে ড্রোন আক্রমণ জোরদার করছে রাশিয়া   * উত্তর গাজায় শেষ হাসপাতালও বন্ধ   * সুনামগঞ্জের হাওড় অঞ্চলে সূর্যমুখী চাষে নতুন সম্ভাবনা   * নৌযান শ্রমিক ধর্মঘট স্থগিত   * মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশকে মারধর করে আসামি ছিনতাই   * সোমবার পর্দা উঠছে বিপিএলের, এক নজরে দেখে নিন ৭ দলের স্কোয়াড  

   খেলাধূলা
লংকানরা দেখাল এভাবেও ম্যাচ হারা যায়
  Date : 29-12-2024
Share Button

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল শ্রীলঙ্কা। যেখানে নাটকীয়তায় ভরপুর এক ম্যাচ উপহার দিয়েছে দুই দল। জয়ের খুব কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে লঙ্কানদের। শেষ ৩৮ রানে ৮ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের কাছে ৮ রানে হেরেছে শ্রীলঙ্কা।

শনিবার (২৮ ডিসেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ে আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাকে ১৭২ রানের লক্ষ্য দেয় কিউইরা। জবাব দিতে নেমে ওপেনিং জুটিতে ১২১ রান তোলে লঙ্কানরা। কিন্তু পরের ৩৮ রানে ৮ উইকেট হারিয়ে ১৬৪ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন দুই লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। প্রথম ১০ ওভারে তারা তোলেন ৯৬ রান। তাদের ম্যারাথন জুটি থামে দলীয় ১২১ রানে। ৩৬ বলে ৬ চার ও এক ছক্কায় ৪৬ রানে আউট হয়ে বিপদের শুরুটা করেন মেন্ডিস। 

কোনো রান যোগ না হতেই পরপর বিদায় নেন কুশল পেরেরা ও কামিন্দু মেন্ডিস। এরপর ৬০ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৯০ রান করে নিশাঙ্কা আউট হলে উইকেট মিছিল শুরু করে বাকিরা। এতে শেষ ৩৮ রানে ৮ উইকেট হারায় লঙ্কানরা। এতে ৮ রানের জয় পায় নিউজিল্যান্ড।

 

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন জ্যাকব ডাফি। এ ছাড়া ম্যাট হেনরি ও জাকারি ফকস ২টি করে উইকেট নেন।

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি কিউইরা। মাত্র ১১ রান করে ফেরেন টিম রবিনসন এরপর একে একে হতাশা নিয়ে ফিরেছেন রাচিন রবিন্দ্র (৮), মার্ক চ্যাপম্যান (১৫), গ্লেন ফিলিপস (৮) ও মিচেল হেই–রা (০)। দলীয় ৬৫ রানেই ৫ উইকেট হারিয়ে ছোট পুঁজিতে থেমে যাওয়ার শঙ্কায় পড়ে নিউজিল্যান্ড।

এরপরই রেকর্ডগড়া জুটি বাধেন ড্যারিল মিচেল ও মাইকেল ব্রেসওয়েল। এই দুজন কিউইদের হয়ে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ ১০৫ রানের জুটি গড়েন। মিচেল ৪২ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৬২ এবং ব্রেসওয়েল ৩৩ বলে ৪টি করে চার-ছক্কায় ৫৯ রান করেন। এই জুটিই নির্ধারিত ওভারে ১৭২ রানের লড়াকু পুঁজি পায় নিউজিল্যান্ড।



  
  সর্বশেষ
১৭ বছর কারাবাসের পর কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর
লন্ডন ক্লিনিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (৩০ ডিসেম্বর)
লংকানরা দেখাল এভাবেও ম্যাচ হারা যায়

সম্পাদক ও প্রকাশক : মোঃ খয়রুল ইসলাম চৌধুরী
সম্পাদকীয় কার্যালয় : ফায়েনাজ এপার্টমেন্ট,লেভেল : ১৪/সি,৩৭/২,পুরানা পল্টন(কালভার্ট রোড),ঢাকা-১০০০
কল : ০১৬৭০-২৮৯২৮০, ০১৭১৮-৫১২৬১০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ৫৪,গোল্ডেন টাওয়ার(নীচ তলা),আম্বরখানা,সিলেট।
E-mail : khairulchowdhury2018@gmail.com