সোমবার, ফেব্রুয়ারী ১৭, ২০২৫
----- পরীক্ষামূলক সম্প্রচার চলছে ---
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (৩০ ডিসেম্বর)   * বাংলাদেশের যোগাযোগ কেন গুরুত্বপূর্ণ আরাকান আর্মির সঙ্গে?   * পাকিস্তান সীমান্তে তালেবানের হামলা   * বাংলাদেশি বলে চিহ্নিত করে নারীকে ফেরত পাঠাচ্ছে দিল্লি   * উক্রেনে ড্রোন আক্রমণ জোরদার করছে রাশিয়া   * উত্তর গাজায় শেষ হাসপাতালও বন্ধ   * সুনামগঞ্জের হাওড় অঞ্চলে সূর্যমুখী চাষে নতুন সম্ভাবনা   * নৌযান শ্রমিক ধর্মঘট স্থগিত   * মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশকে মারধর করে আসামি ছিনতাই   * সোমবার পর্দা উঠছে বিপিএলের, এক নজরে দেখে নিন ৭ দলের স্কোয়াড  

   নগর মহানগর
বিএসএফের গুলিতে চা শ্রমিক হত্যায় বিএনপি-জামায়াতের নিন্দা
  Date : 24-12-2024
Share Button

মৌলভীবাজারের বড়লেখায় ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত চা শ্রমিক গোপাল বাগদির ময়নাতদন্ত শেষে সোমবার বিকালে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেছে থানা পুলিশ। 

এদিন বিকাল ৫টার দিকে পাথারিয়া চা বাগান সার্বজনীন শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়। 

এদিন বাবা, স্ত্রী-সন্তানসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে বাড়িতে ছুটে যান ইউএনও তাহমিনা আক্তার। তিনি এ সময় নিহতের সৎকারে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন। 

নিহত গোপাল বাগদি উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের নিউ সমনবাগ চা বাগানের মোকাম সেকশনের সাবেক ইউপি সদস্য অখিল বাগদির ছেলে।

সীমান্তের জিরো লাইনের ২০০ গজ অভ্যন্তর থেকে রোববার সন্ধ্যায় বিজিবি, পুলিশ ও স্বজনরা গোপাল বাগদির লাশ উদ্ধার করে। 

এদিকে সীমান্ত হত্যায় তীব্র নিন্দা, প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।    

জীবিকার তাগিদে সীমান্তের জঙ্গলে বাঁশ কেটে আনতে গেলে নিরীহ চা শ্রমিক গোপাল বাগদিকে বিএসএফ নির্মমভাবে গুলি করে হত্যা করে। প্রতিবাদে রোববার রাতেই বড়লেখা পৌরশহরে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থকরা প্রতিবাদ সমাবেশ করেছে। পরে তারা শহরে বিক্ষোভ মিছিল করে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন- মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি নছিব আলী, পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খান, উপজলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম খোকন, সাবেক প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুস স্বপন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মুহাচ্ছিনুর রহমান বাদল, বিএনপির নেতা মীর মখলিছুর রহমান, আব্দুল মালিক, আব্দুল জব্বার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মুজিব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার ফাহিম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমন আহমদ, বড়লেখা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জাফর আহমদ প্রমুখ।

প্রতিবাদ সভায় বিএনপি নেতা শরীফুল হক সাজু বলেন, বিএসএফ সীমান্তে একের পর এক নিরীহ বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা চালিয়েছে। গত আগস্টে তারা স্কুলছাত্রী স্বর্ণা দাসকে পাখির মতো গুলি করে হত্যার পর লাশ ফেলে যায়। এই হত্যার বিচার না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। 

অন্যদিকে বিএসএফের গুলিতে চা শ্রমিক গোপাল বাগদির নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মৌলভীবাজার জেলা জামায়াত। 

রোববার (২২ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে জেলা জামায়াতের আমির প্রকৌশলী শাহেদ আলী ও সেক্রেটারি ইয়ামীর আলী এই হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ সীমান্তে এভাবে নিরীহ মানুষ হত্যা কাঙ্ক্ষিত নয়। অবিলম্বে এ ধরনের হত্যা বন্ধ এবং গোপাল হত্যাকারীদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে। 

এর আগে রোববার বিকালে নিহত গোপালের পরিবারকে তাৎক্ষণিক দেখতে যান জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান ও বড়লেখা-জুড়ী সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।



  
  সর্বশেষ
১৭ বছর কারাবাসের পর কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর
লন্ডন ক্লিনিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (৩০ ডিসেম্বর)
লংকানরা দেখাল এভাবেও ম্যাচ হারা যায়

সম্পাদক ও প্রকাশক : মোঃ খয়রুল ইসলাম চৌধুরী
সম্পাদকীয় কার্যালয় : ফায়েনাজ এপার্টমেন্ট,লেভেল : ১৪/সি,৩৭/২,পুরানা পল্টন(কালভার্ট রোড),ঢাকা-১০০০
কল : ০১৬৭০-২৮৯২৮০, ০১৭১৮-৫১২৬১০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ৫৪,গোল্ডেন টাওয়ার(নীচ তলা),আম্বরখানা,সিলেট।
E-mail : khairulchowdhury2018@gmail.com