|
উত্তর গাজায় শেষ হাসপাতালও বন্ধ |
|
|
|
|
|
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইসরাইল। তাদের হামলায় উত্তর গাজার সবশেষ হাসপাতালটিও বন্ধ হয়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে শনিবার সকালে হামলা চালিয়েছে ইসরাইল। এতে হাসপাতালটি বন্ধ হয়ে গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, হামলায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগে আগুন লাগিয়ে ধ্বংস করা হয়েছে। খবর আলজাজিরার। সংস্থাটি জানিয়েছে, হাসপাতালে থাকা ৬০ স্বাস্থ্যকর্মী এবং ২৫ রোগীর অবস্থা গুরুতর। তাদের মধ্যে ভেন্টিলেটরে থাকা রোগীরাও রয়েছেন। এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। এদিকে ইসরাইলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছেন ৯৮ জন। গাজায় প্রায় ১৫ মাস ধরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, সর্বশেষ হামলার পর গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৪৫ হাজার ৪৩৬ জনে। এ ছাড়া এ পর্যন্ত আহত হয়েছেন ১ লাখ ৮ হাজার ৩৮ জন ফিলিস্তিনি। নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ ভবনের ধ্বংসস্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়াসহ কয়েক ডজন কর্মীকে আটক করেছে ইসরাইল। তাদের একটি তদন্তকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে গাজার উত্তরাঞ্চলের বেত লাহিয়ার এলাকার কামাল আদওয়ান হাসপাতালে হামলা চালানোর কথা জানায় ইসরাইল। দেশটির সামরিক বাহিনীর দাবি, হাসপাতালটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। এদিকে এ অভিযোগ অস্বীকার করেছে হামাস। তারা এ ঘটনাকে সুস্পষ্ট যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছে। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও কিছু পশ্চিমা দেশের পৃষ্ঠপোষকতায় গাজায় যুদ্ধাপরাধ করছে ইসরাইল। এসব দেশও গণহত্যার অংশীদার। উত্তর গাজার এ হাসপাতালে হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব ও জর্ডান। দেশ দুটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের অভিযান আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের ভূখন্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। ইসরাইলে প্রবেশের পর প্রথমে এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা করে যোদ্ধারা, তারপর ২৪২ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায়। জিম্মিদের মুক্ত করতে ওইদিন থেকেই গাজায় হামলা শুরু করে ইসরাইলি বাহিনী, যা এখনো চলছে।
|
|
|
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশক
:
মোঃ খয়রুল ইসলাম চৌধুরী
সম্পাদকীয় কার্যালয় : ফায়েনাজ এপার্টমেন্ট,লেভেল : ১৪/সি,৩৭/২,পুরানা পল্টন(কালভার্ট রোড),ঢাকা-১০০০
কল : ০১৬৭০-২৮৯২৮০, ০১৭১৮-৫১২৬১০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
৫৪,গোল্ডেন টাওয়ার(নীচ তলা),আম্বরখানা,সিলেট।
E-mail : khairulchowdhury2018@gmail.com
|
|
|
|